بقلم الدكتور/بروديب هالدر( بنجلاديش)

শিক্ষা গুরুর অবদান
কবি প্রদীপ হালদার
ভাষা :- বাংলা

 আমার জীবনের অমূল্য ধন
 যাহা কিছু অবদান,
 স্রষ্টা এবং পিতা-মাতার পরে
 তোমারী ছিলো দান।

 শিক্ষক হলেন আলোর দিশারী
 নির্ভীক অভিযাত্রী,
 শিক্ষকের দানে জ্ঞানের সুধা
 আহরণ করে সকল ছাত্রছাত্রী।

 শিক্ষক জাতি থাকে মতি
 জ্ঞান ছড়ানোর চাষে,
 শিক্ষক জাতির জ্ঞানের মহিমা
 বিশ্ব ভান্ডারে ভাসে।

 শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ
 শিক্ষককে করো মান‍্য,
 শিক্ষকের আশীর্বাদ মাথায় নিও
 জীবন হবে ধন‍্য।

 শ্রদ্ধা জানাই বিশ্ব মাঝে
 শিক্ষা গুরু যত,
 সহস্র বার প্রণাম জানাই
 মাথা করি নত।

 শিক্ষা জাতির মেরুদণ্ড
 শিক্ষকই তার স‍ৃজন,
 শিক্ষককে যে নিন্দা করে
 সেজন জাতির কুজন।

 শিক্ষা জাতির মেরুদণ্ড
 শিক্ষক জ্ঞানের প্রতীক,
 শিক্ষক হলো পথ প্রদর্শক
 পথ দেখান সঠিক।

 শিক্ষক হলো অনন্ত কালের
 জ্ঞান ভাণ্ডারের এক বোঝা,
 স্বল্প কষ্টে বাঁধনের কৌশল
 করে দেন অতি সোজা।

 শিক্ষক হলো শ্রদ্ধার পাত্র
 জ্ঞান দানে থাকে রত,
 শিক্ষককে শ্রদ্ধা করো
 মাথা কর নত।

 জ্ঞানের আলো উঠুক জ্বলে
 শিক্ষা অমূল্য ধন,
 শিক্ষিত জাতি পৃথিবীর বুকে
 বয়ে আনে কল‍্যাণ।
          -: সমাপ্ত:-
Amb Dr.Prodip Halder
Bangladesh

تعليقات

المشاركات الشائعة من هذه المدونة

بقلم الأديبة /رضا العزايزة

بقلم الأديبة الشاعرة /رضا العزايزة

بقلم الأديب /محمود عمر ابو فراس